পাবনার ঈশ্বরদী বাজারের গোপাল সুপার মার্কেটের পিছন থেকে কোকেনসহ তিন জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৭ মার্চ) সন্ধ্যার দিকে আমবাগান পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটকরা হলেন- নাটোরের লালপুর উপজেলার কুজিপুকুর গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম, একই উপজেলার সিদ্দীকের ছেলে হাফিজুর রহমান এবং গোপালপুর গ্রামের তসলিম উদ্দিনের ছেলে আজিম উদ্দিন।
এ বিষয়ে ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ি ইনচার্জ হাসান বাসির জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী শহরের গোপাল সুপার মার্কেটের পিছনে অভিযান চালিয়ে ২০ লাখ টাকা মূল্যের ১৮০ গ্রাম কোকেনসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা পেশাদার মাদক কারবারি জানিয়ে হাসান বাসির বলেন, তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারি পরিচালনা করে আসছিলেন। এ ব্যাপারে ঈশ্বরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ