ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

দুই বছরের সাজাপ্রাপ্ত নারী গ্রেপ্তার

প্রকাশনার সময়: ২৮ মার্চ ২০২৪, ১৫:৪৮ | আপডেট: ২৮ মার্চ ২০২৪, ১৬:১৮

নড়াইলে অভিযান চালিয়ে হোসনেয়ারা বেগম (৪৫) নামে দ্রুত বিচার আইনের মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

গ্রেপ্তার হোসনেয়ারা বেগম নড়াইল সদর উপজেলার বাহির গ্রামের মৃত আফজাল মুন্সির মেয়ে এবং একই গ্রামের রফিকুল শিকদারের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২৮ মার্চ) দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাব্বিরুল আলমের নেতৃত্বে এসআই অপু মিত্র সঙ্গীয় নারী কনস্টেবলসহ অভিযান চালিয়ে নড়াইল পৌরসভার নতুন বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা হোসনেয়ারা বেগমকে গ্রেপ্তার করে। তার নামে নড়াইল সদর থানায় আরও দুটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

এ বিষয়ে নড়াইল পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে বলেন, দ্রুত বিচার আইনের মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি হোসনেয়ারা বেগমকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

নয়াশতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ