ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬

হোসেনপুরে যাকাত ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

প্রকাশনার সময়: ২৮ মার্চ ২০২৪, ১৫:২৬

কিশোরগঞ্জের হোসেনপুরে যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা নামক একটি সাহায্য সংস্থার উদ্যোগে ২৫০ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল ১১টায় পৌর এলাকার প্রশিকা অফিস সংলগ্ন একটি মাদরাসা মাঠে অসহায় মানুষের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য মন্ডল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রম পরিচালনা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন, ৭নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর মোহাম্মদ কাজল মিয়া, উপজেলা হিসাব রক্ষণ অফিসার মোহাম্মদ আরাফাতুল হাসান, প্রাথমিক শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম, যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মাসুদ মিয়াসহ আরও অনেকে।

পবিত্র রমজানে যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা বাংলাদেশ কান্ট্রি অফিস সারাদেশে ৩ হাজার অসহায় দারিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে প্রতি প্যাকেটে দেওয়া হচ্ছে ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ২ কেজি ডাল, ২ কেজি চিনি, ২ লিটার ভোজ্য তেল, ২ প্যাকেট লাচ্ছা সেমাই, ৪০০ গ্রাম পরিমাণ এক প্যাকেট গুঁড়া দুধসহ ৭টি আইটেম।

উপজেলার ২৫০টি পরিবার ঈদ উপহার হিসেবে এই খাদ্য সামগ্রী পেয়ে সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন।

ইউএনও অনিন্দ্য মন্ডল এ সময় অসহায় দারিদ্রদের হাতে প্যাকেট তুলে দিতে পেরে যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার প্রতি কতৃজ্ঞ প্রকাশ করে বলেন, সারাবিশ্বে অনেক লোক আছেন যারা বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক। আবার এমনও রয়েছেন যারা একবেলার খাবার জোটাতে পারেন না। এমনটা হওয়ার একমাত্র কারণ সম্পদের সুষম বণ্টন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাবিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা এমন ধনাঢ্য ব্যক্তিদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে আমাদের দেশের অসহায় মানুষের মুখে হাসি ফোটাচ্ছেন।

হোসেনপুরে যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার উদ্যোগে ২৫০ অসহায়ের মাঝে খাদ্য সামগ্রী বিতরন। ছবি-আশরাফ আহমেদ

নয়াশতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ