নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের দড়ি গুতিয়াবো এলাকায় ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ ইফতার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চুসহ যুবদল, ছাত্রদল ও সেচ্ছাসেবক দলের নেতারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। সব কিছুই মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। দেশে আজ গনতন্ত্র নেই বললেই চলে। গণতন্ত্র পুনরুদ্ধারে ও দেশের স্বার্থে বিগত সময়ে আমরা আন্দোলনে ছিলাম এবং থাকবো।
এ সময় বক্তারা ভারতীয় সকল পণ্য বয়কটের জন্য সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ