ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ট্রাক্টর উল্টে প্রাণ গেল চালকের

প্রকাশনার সময়: ২৮ মার্চ ২০২৪, ১৪:৪৪

ময়মনসিংহের নান্দাইলে ট্রাক্টর উল্টে চাপা পড়ে বোরহান উদ্দিন (৪২) নামে এর চালক নিহত হয়েছেন।

বুধবার (২৭ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরকোমরভাঙা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বোরহান উদ্দিন একই গ্রামের আব্দুস শহীদের ছেলে। তিনি স্থানীয় রজব আলীর ট্রাক্টর চালাতেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ট্রাক্টর নিয়ে চরকোমরভাঙা মাঠে জমি চাষ করছিল বোরহান। চাষ শেষে বাড়ি ফেরার পথে বেড়িবাঁধে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর উল্টে চাপা পড়ে ঘটনাস্থলেই বোরহান উদ্দিনের মৃত্যু হয়।

স্থানীয়দের বরাতে ঘটনার সত্যতা নিশ্চিত করে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নয়াশতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ