মুন্সীগঞ্জের গজারিয়ায় ট্রাভেলব্যাগে অভিনব কায়দায় গাঁজা পাচারের চেষ্টাকালে টিপু সুলতান (২৩) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার (২৭ মার্চ) বিকেলে ভবেরচর ইউনিয়নের কালীতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার টিপু সুলতান রাজধানীর খিলগাঁও এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাজিব খাঁন বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক বিক্রেতা টিপু সুলতান অভিনবপন্থায় ট্রাভেল ব্যাগে গাঁজা নিয়ে কালীতলা এলাকায় অবস্থান করছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে এসআই নুরুল হুদার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছামাত্রই আসামি পালানোর চেষ্টা করে। এসময় তার হাতে থাকা ট্রাভেল ব্যাগসহ তাকে আটক করা হয়। এসময় ওই ট্রাভেলব্যাগ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আসামির নামে মাদক আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে জানিয়ে ওসি আরও বলেন, বৃহস্পতিবার (২৮ মার্চ) আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
নয়াশতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ