চট্টগ্রামের সীতাকুণ্ডে বেপরোয়া গতির লরি চাপায় মহিউদ্দিন (৩৮) নামে এক পথচারী নিহত হয়েছেন।
বুধবার (২৭ মার্চ) সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদাম বিবিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো.মহিউদ্দিন (৩৮) লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার পূর্ব আদালতপুর এলাকার মৃত রফিক উল্লাহর ছেলে। তিনি পাইপ ফিটার হিসেবে কাজ করতেন।
এ ঘটনায় লরিচালক মো. ফারুক (৪৩) কে আটক করেছে বার আউলিয়া হাইওয়ে পুলিশ। লরি চালক মো. ফারুক নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার সর হাজারী এলাকার খোরশেদ আলমের ছেলে।
হাইওয়ে পুলিশ সুত্রে জানা যায়, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মাদাম বিবিরহাট এলাকা পার হওয়ার সময় বেপরোয়া গতিতে আসা ঢাকাগামী পণ্যবাহী লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী মহিউদ্দিনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মহিউদ্দিনের মৃত্যু হয়।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, দুর্ঘটনার পর আটক লরি চালককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। মহাসড়ক থেকে লরিটি সরিয়ে থানায় নিয়ে আসা হয়। আইনি প্রক্রিয়া শেষে নিহত পথচারীর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নয়াশতাব্দী/এনএইচ/ডিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ