সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

দিনে ৩০-৪০ জনের মৃত্যুকে ‘স্বাভাবিক’ বললেন রামেক পরিচালক!

প্রকাশনার সময়: ২৭ মার্চ ২০২৪, ১৭:৩২ | আপডেট: ২৭ মার্চ ২০২৪, ১৭:৫৫

ইন্টার্নদের ধর্মঘটের মধ্যে চিকিৎসক সঙ্কটে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মাহমুদুল ইসলাম নামে ডায়রিয়ায় আক্রান্ত এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

উন্নত চিকিৎসা নিতে পাবনা থেকে তিনি রামেক হাসপাতালে এসে ১৭ নম্বর ওয়ার্ডে ভর্তি হন। তবে ওয়ার্ডে জায়গা না থাকায় তাকে রাখা হয় বারান্দার মেঝেতে।

মৃত মাহমুদুলের মা নুরুন্নাহার জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ছেলেকে নিয়ে হাসপাতালে আসেন। তখন চিকিৎসক ছিলেন না। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসক আসার কিছুক্ষণ পর তার ছেলের মৃত্যু হয়। হাসপাতালে ভর্তি হওয়ার পর ১২ ঘণ্টা অতিবাহিত হলেও কোনো চিকিৎসক তাকে দেখেনি। এ কারণে তার ছেলে মারা গেছে বলে অভিযোগ করেন তিনি।

এদিকে ভাতা বৃদ্ধি ও কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিতসহ চার দফা দাবিতে পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টর অ্যাসোসিয়েশন ও ইন্টার্ন চিকিৎসকদের ডাকা কর্মবিরতি তথা ধর্মঘট চলছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও। এতে চার দিন ধরে উত্তরবঙ্গের বৃহৎ এই হাসপাতালে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।

এমবিবিএস শেষ করে রামেক হাসপাতালে ২১০ জন ইন্টার্ন চিকিৎসক হিসেবে ইন্টার্নশিপ করছেন। এ ছাড়া আগেই এমবিবিএস শেষ করে সরকারি চাকরিতে প্রবেশ না করা আরও প্রায় ৬০ চিকিৎসক এফসিপিএস ও এমডিএমএস কোর্স করছেন। তারা সবাই রোববার (২৪ মার্চ) থেকে কর্মবিরতিতে আছেন।

তবে কর্তৃপক্ষের দাবি, ইন্টার্ন চিকিৎসকেরা না থাকলেও অন্য চিকিৎসকরা অতিরিক্ত দায়িত্ব পালনের মাধ্যমে হাসপাতালের চিকিৎসা পরিস্থিতি স্বাভাবিক রেখেছেন। কোনো সমস্যা হচ্ছে না।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রাজশাহীর মোহনপুর উপজেলার রহিমাপুর গ্রামের মমতাজ উদ্দিনের পুত্রবধূ রোকসানা বেগম জানান, তার শ্বশুর স্ট্রোক করেছেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তাকে হাসপাতালে এনেছি। বুধবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত তাকে কোনো চিকিৎসক দেখেননি।

তিনি অভিযোগ করে জানান, পাশেই দুজন রোগী মারা গেলেন শুধু সময়মতো চিকিৎসা না পেয়ে। এখানে ফেলে রেখে তাদের রোগীর শুধু শুধু ক্ষতি করা হচ্ছে। তাদের হয়তো এখন প্রাইভেট ক্লিনিকে যেতে হবে।

২০ নম্বর ওয়ার্ডে ভর্তি রোগীর স্বজন লিপি রানী বলেন, তার রোগীকে ডায়ালাইসিস করাতে হবে। মঙ্গলবার কী বাজে অবস্থা গেল। আমাদের পাশ থেকে একজন রোগী মারা গেল শুধু ডাক্তার না পেয়ে।

চিকিৎসক না পেয়ে রোগীর মৃত্যুর অভিযোগের বিষয়ে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এএফএম শামীম আহাম্মদ বলেন, ‘এসব অভিযোগ ঠিক নয়। আমাদের মিড লেভেলের ডাক্তাররা রাত-দিন পরিশ্রম করছেন। এত বড় হাসপাতাল, রোগী তো মারা যাবেই। আমাদের তো রোগীর কাছে যাওয়ার সময় দিতে হবে।’

তিনি বলেন, ‘এ হাসাপাতালে মঙ্গলবার সকাল পর্যন্ত এক হাজার ২০০ শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিল ২ হাজার ৪৯৮ জন। এ দিন নতুন ভর্তি হন ৭৯০ রোগী। এর মধ্যে মারা যান ৩৪ জন। এ হাসপাতালে রোগীর সুস্থতার হার ৯৮ শতাংশ। মারা যায় ২ শতাংশের কম।

এসময়, প্রতিদিন ৩০ থেকে ৪০ জনের মৃত্যুকে ‘স্বাভাবিক’ বলেই জানালেন হাসপাতালের পরিচালক।

নয়া শতাব্দী/এসএ/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ