ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ইফতার করতে বাড়ি যাওয়া হলো না কিশোরের

প্রকাশনার সময়: ২৭ মার্চ ২০২৪, ১৬:৩৪

নরসিংদীর রায়পুরায় ইফতার করতে বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় ফাহিম খান (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) হাসনাবাদ বাজারের করিমগঞ্জ অটোস্ট্যান্ড মাংসপট্টি আরশিনগর-হাসনাবাদ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাহিম খান হাসনাবাদ বাজারের মিষ্টি ব্যবসায়ী আওলাদ হোসেনের ছোট ছেলে।

নিহতের চাচা আবদুল হাকিম খান জানান, ফাহিম তার বাবার মিষ্টির দোকান থেকে বের হয়ে মোটরসাইকেল নিয়ে বাড়িতে ফিরছিল ইফতার করতে। মোটরসাইকেল চালিয়ে ফেরার সময় আমীরগঞ্জ গ্রামে নিজ বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলের ব্রেক স্লিপ কেটে রাস্তায় পড়ে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা বিভাটেক অটোরিকশার চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আমীরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নয়াশতাব্দী/এনএইচ/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ