আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে পর্যটন জেলা কক্সবাজারে। খুনের ঘটনার পাশাপাশি বেড়েছে অপহরণের ঘটনা। গত ২৫ ও ২৬ মার্চ জেলার চকরিয়া, রামু ও সদর থেকে নারীর গলাকাটাসহ পৃথক ৩টি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এদের মধ্যে রামুর কচ্ছপিয়ায় যুবককে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়া এলাকায় এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আর চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী এলাকায় এক যুবককে অস্ত্রধারী দুর্বৃত্তরা তুলে নিয়ে ছুরিকাঘাতের পর গুলি করে হত্যা করে মরদেহ ফেলে চলে যায়।
সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার রাত পর্যন্ত পৃথক সময়ে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. সাইফুল আলম জানান, মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে রামুর কচ্ছপিয়া ইউনিয়নের বদুপাড়া গ্রামে নাজেম মওলা সাহেদ নামের এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। তিনি ছায়া কচ্ছপিয়ার রূপনগর গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
পুলিশ জানায়, মদ্যপান করে স্থানীয় দুই যুবক একটি গাড়ি থামিয়ে চালককে বকাবকি করছিল। এ সময় চালক প্রতিবাদ করায় তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দেলোয়ার ও ওসমান নামের দুই যুবক। পরে স্থানীয়রা চালককে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়া এলাকায় রিনা আক্তার (৪০) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে রামু থানা পুলিশ। মঙ্গলবার রাতে তার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের স্বামী আবু নাছের ওসমানিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। এছাড়াও বাড়ির কেয়ারটেকার এবং দুতলার আরেকটি ফ্ল্যাটে ভাড়া থাকা এক রোহিঙ্গা নারীকেও হেফাজতে নেয়া হয়েছে।
নিহতের স্বামী আবু নাছের ওসমানি বলেন, তিনি তারাবি পড়ার জন্য মসজিদে ছিলেন। পরে বাড়িতে এসে দেখেন স্ত্রীর গলাকাটা মরদেহ খাটের ওপর পড়ে আছে। এসময় বাড়িতে থাকা স্বর্ণলঙ্কার লুট করা হয়েছে বলেও জানিয়েছেন স্বজনরা।
কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান জানান, যে দা দিয়ে জবাই করা হয়েছে, সেটি জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে।
মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
অন্যদিকে কক্সবাজারের চকরিয়া আব্দুর রহমান নামে এক যুবককে তুলে নিয়ে ছুরিকাঘাতের পর গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী এলাকায় তাকে হত্যা করা হয় বলে জানান চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। নিহত আব্দুর রহমান ওই এলাকার ইউসুফ মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, সোমবার মালুমঘাট বাজারের একটি দোকানে বসে বন্ধুদের সঙ্গে ইফতারের প্রস্তুতি নিচ্ছিলেন আব্দুর রহমান। তখনই অস্ত্রধারী দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা অস্ত্রের মুখে তাকে অটোরিকশায় তুলে নিয়ে যায়। পরে ডুমখালী এলাকায় নিয়ে গিয়ে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করে। পরে মরদেহ রেললাইনের পাশে ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ওসি মোহাম্মদ আলী বলেন, প্রাথমিকভাবে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ তথ্য পেয়েছে। তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
নয়াশতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ