ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

নান্দাইলে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশনার সময়: ২৬ মার্চ ২০২৪, ২৩:০৬

ময়মনসিংহের নান্দাইলে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৫ মার্চ) দিবাগত রাতে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের চামারুল্লাহ থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- কাটলীপাড়া গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে মো. দ্বীন ইসলাম (২৮), দশালিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে আমিনুল ইসলাম (২৫), উত্তর পালাহার গ্রামের মৃত ইছাহাক মিয়ার ছেলে হাবিবুর রহমান একিয়ান (৩২)।

জানা গেছে, সোমবার (২৫ মার্চ) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের চামারুল্লাহ গ্রামের বিল্লাল মিয়ার ফার্মেসির সামনে থেকে ইয়াবা ট্যাবলেট বিক্রি অবস্থায় তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুল মজিদ বলেন, তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় মামলা করা হয়েছে। মঙ্গলবার সকালে আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ