ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬

সিলেট থেকে বাড়ি ফেরা হলো না শিক্ষকের

প্রকাশনার সময়: ২৬ মার্চ ২০২৪, ২০:৩৮

পারিবারিক কাজ শেষ করে সিলেট থেকে সুনামগঞ্জের জগন্নাথপুরে নিজ বাড়িতে ফিরছিলেন আব্দুল ওয়াদুদ (৪৫) নামের এক মাদরাসা শিক্ষক। পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।

সোমবার (২৫ মার্চ) বিকেলে সিলেট থেকে অটোরিকশা যোগে বাড়ি ফেরার পথে কালীগঞ্জে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল ওয়াদুদ উপজেলার চিলাউড়া দারুসসুন্নাহ হাফিজিয়া আলিম মাদরাসার ইবতেদায়ি বিভাগের প্রধান ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শিক্ষক আব্দুল ওয়াদুদ পারিবারিক কাজ শেষ করে সিলেট থেকে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে অটোরিকশাটি একটি গাড়িকে সাইড দিতে গিয়ে সড়কের পাশে থাকা রেইন্ট্রি গাছে ধাক্কা খায়। এতে ওই শিক্ষক মাথায় আঘাত পান। পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সোমবার সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করেন।

মাদরাসার অধ্যক্ষ তাজুল ইসলাম জানান, উপজেলার বাউধরন গ্রামের বাসিন্দা আব্দুল ওয়াদুদ ২৫ বছর ধরে মাদরাসায় শিক্ষকতা করে আসছেন। তিনি স্ত্রী, এক মেয়ে ও চার ছেলে রেখে গেছেন।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নয়াশতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ