ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

প্রকাশনার সময়: ২৬ মার্চ ২০২৪, ১৫:৪৮

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি প্রাইভেটকারের ধাক্কায় আমিন নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক পথচারী।

মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে মহাসড়কের দক্ষিণ সালনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পথচারী ও স্থানীয়রা জানান, দুপুরে দক্ষিণ সালনা এলাকায় ঢাকামুখী একটি প্রাইভেটকারের সঙ্গে উল্টো দিক থেকে আসা বেকারি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক নিহত হন। আহত হন এক পথচারী।

আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতেল পাঠানো হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তেরর জন্য শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক।

নিহত ভ্যানচালক আমিনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার নেয়ামতপুরে। তিনি গাজীপুর সিটির ১৮নং ওয়ার্ডের গ্রেট ওয়াল সিটির বি-বাড়িয়া দয়াল বেকারিতে কাজ করতেন।

নয়াশতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ