ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬

চলন্ত অটোরিকশায় সিলিন্ডার বিস্ফোরণ, চালক পুড়ে অঙ্গার

প্রকাশনার সময়: ২৬ মার্চ ২০২৪, ১৩:০৭

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পুলিশের ধাওয়া খেয়ে পালানো একটি ডাম্পট্রাক সিএনজিচালিত অটোরিকশার পেছনে ধাক্কা দিলে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই পুড়ে অঙ্গার হয়েছেন মো. আবদুস সবুর নামে ওই অটোরিকশার চালক।

সোমবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আবদুস সবুরের বাড়ি সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশা এলাকার ইছামতি আলীনগরে। তিনি ওই এলাকার মৃত মফিজুর রহমানের ছেলে।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘বালুবোঝাই ওই ট্রাকের সামনে ছিল সিএনজিচালিত অটোরিকশাটি। পেছন থেকে পুলিশের একটি গাড়ি ধাওয়া করছিল ট্রাকটিকে। দ্রুত গতিতে পালাতে গিয়ে অটোরিকশার পেছনে ধাক্কা দেয় ট্রাকটি। তখনই সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তেই অটোরিকশার ভেতরে থাকা চালক পুড়ে অঙ্গার হয়ে যান।’

এদিকে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের উপস্থিতির কথা শোনা গেলেও হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ এরফান বলেন, ‘হাইওয়ে পুলিশের কোনো টিম সেখানে ছিল না।’

ওসি বলেন, ‘হাইওয়ে পুলিশের কোনো লোক ওখানে যায়নি। আমরা যতটুকু জেনেছি, জেলা পুলিশের ট্রাফিক সার্জেন্ট সবুজের নেতৃত্বে বেলা দেড়টা থেকে সেখানে চেকপোস্ট বসানো হয়।’

কাগজপত্র পরীক্ষা করার জন্য বালুবোঝাই ডাম্পট্রাকটিকে পুলিশ সংকেত দিলেও সেটি থামেনি জানিয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বলেন, ‘এক পুলিশ কনস্টেবল গাড়িটিকে থামার সংকেত দেন। কিন্তু চালক দ্রুত গাড়ি চালিয়ে পালাতে থাকেন। বেপরোয়া গতিতে চলার একপর্যায়ে পেছন থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। অটোরিকশা চালক গাড়ি থেকে বের হতে পারেননি এবং ড্রাইভিং সিটেই আগুনে পুড়ে তার মৃত্যু হয়।’

এ ঘটনার পর পুলিশ ডাম্পট্রাকটি আটক করেছে, তবে চালক পালিয়ে গেছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

নয়াশতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ