নেত্রকোণার কেন্দুয়ায় পুকুরের পানিতে ডুবে তাকিয়া আক্তার নামে ১৮ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৫ মার্চ) বিকেল পৌনে ৬টার দিকে ঘটে।
নিহত তাকিয়া আক্তার উপজেলার রোয়াইলবাড়ি ইউপির রাজনগর গ্রামের বোরহান মিয়ার মেয়ে।
রাজনগর গ্রামের আজিজুল ইসলাম জানান, নিহত শিশু তাকিয়া বাড়ির সামনে পুকুর পাড়ে খেলা করতে গিয়ে পুকুরে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক পিপিএম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ