ফসলি জমি রক্ষায় গুরুদাসপুরে কোনো পুকুর খনন করতে দেওয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
রোববার (২৫ মার্চ) বেলা ১১টায় নাটোরের গুরুদাসপুর উপজেলা পরিষদ হল রুমে ইউএনও সালমা আক্তারের সভাপতিত্বে ‘কৃষি জমিতে পুকুর খনন রোধে’ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই হুশিয়ারি দেন তিনি।
সিদ্দিকুর রহমান বলেন, চলনবিল অধ্যুষিত গুরুদাসপুর এলাকা পলি মিশ্রিত উর্বর মাটি। এ মাটিতে ফলানো ফসল স্থানীয় চাহিদা মিটিয়ে উবৃত্ত¡ থাকে। সেই মাটিতে পকুর খনন হলে কিছু লোক উপকৃত হলেও লাখ লাখ কৃষক ক্ষতিগ্রস্থ হবে।
তিনি বলেন, বৃহত্তর জনস্বার্থে পুকুর খনন বন্ধ হলে ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে চলনবিল। যারা এ অপকর্মের সাথে জড়িত তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ (ওসি) উজ্জল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ, ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী, আব্দুল বারী ও মিজানুর রহমান সুজা, সাংবাদিক আলী আক্কাছ, সাজেদুর রহমান,মাজেম আলী,মিজানুর রহমান প্রমুখ।
পুকুর খনন রোধে আইনের বিভিন্ন ধারা উল্লেখ করে ইউএনও সালমা আক্তার বলেন, পুকুর খনন বন্ধে অভিযান চলমান থাকবে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ