ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬

খেলার মাঠ পেয়ে মেয়রকে ধন্যবাদ জানালো শিশুরা

প্রকাশনার সময়: ২৫ মার্চ ২০২৪, ১৯:৪৪
হালিশহর ঈদগাহ ও শিশুদের খেলার মাঠ পরিদর্শনকালে সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী

হালিশহর বি-ব্লকে পরিত্যক্ত ভূমিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় খেলার মাঠ করে দেওয়ায় খুশিমনে খেলছে শিশুরা। সোমবার (২৫ মার্চ) চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী মাঠটি পরিদর্শনে গেলে শিশুরা মেয়রকে ধন্যবাদ জানায়।

এসময় মেয়র বলেন, পরিত্যক্ত এ ভূমিটি পরিদর্শনকালে খেলতে গিয়ে একটি শিশু ব্যথা পাওয়ার দৃশ্য দেখে আমি পরিকল্পনা করি মাঠটি উন্নয়নের। পরিত্যক্ত ভূমিটি উন্নয়ন করে খেলার মাঠ ও ওয়াকওয়ে করে দেওয়া হয়েছে। এ এলাকায় আগে ঈঁদগাহ ও জানাজার নামাজের স্থানের সংকট ছিল, এ মাঠটি সে অভাবও পূরণ করবে।

পরে মেয়র ২৬নং হালিশহর ওয়ার্ডে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। এসময় মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন কাউন্সিলর শৈবাল দাশ সুমন, মো. ইলিয়াছ, আবদুস সালাম মাসুম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম।

নয়াশতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ