ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬

কর্ণফুলীতে বৃদ্ধার মরদেহ, মেলেনি পরিচয়

প্রকাশনার সময়: ২৫ মার্চ ২০২৪, ১৯:৩৩

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীর থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে নগরীর সদরঘাটে কর্ণফুলী নদীর ‘আসাম-বেঙ্গল ঘাটের’ পাশে মরদেহটি পাওয়া যায়।

নৌ পুলিশের ধারণা, মরদেহটি জোয়ারের পানিতে ভেসে এসে নদীর তীরে আটকে যায়।

নৌ পুলিশের সদরঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরাম উল্লাহ জানান, মৃত নারীর পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা কেউই তাকে চিনতে পারছে না। তার বয়স আনুমানিক ৬০ বছর। কালো ব্লাউজ ও নীল রঙের পেটিকোট পরিহিত বৃদ্ধার কানে দুল ও হাতে চুড়ি আছে।

ওসি একরাম বলেন, মরদেহটি জোয়ারের পানিতে কাছাকাছি কোনো স্থান থেকে ভেসে এসে তীরে আটকে গেছে বলে আমাদের মনে হচ্ছে। শরীরের বাইরের অংশে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলেই মৃত্যুর কারণ জানা যাবে।

নয়াশতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ