ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬

ট্রাক চাপায় সেনা সদস্য নিহত

প্রকাশনার সময়: ২৫ মার্চ ২০২৪, ১৪:১৭

জামালপুরের মেলান্দহে বালু বোঝাই ট্রাক চাপায় জাহাঙ্গীর আলম হালিম (৬২) নামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হাজরাবাড়ী পৌর এলাকার হাজরাবাড়ী বাজারে এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম হালিম হাজরাবাড়ী পৌর এলাকার চর আদিয়ারপাড়া গ্রামের মৃত শরীফ উদ্দিন মন্ডলের ছেলে।

জানা যায়, মাদারগঞ্জ থেকে আসা বালু বোঝাই একটি ট্রাক জামালপুরের দিকে যাচ্ছিলো। জাহাঙ্গীর আলম হালিম বাড়ি থেকে হাজরাবাড়ী বাজারের দিকে আসছিলেন। বাজারের পশ্চিম পাশে ফরহাদের স’মিলের সামনে ট্রাকটি অতিক্রম করতে গিয়ে অটোরিকশার সাথে ধাক্কা লাগে। এ সময় হালিম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহাম্মদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটি আটক রয়েছে। পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নয়াশতাব্দী/এনএইচ/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ