কুড়িগ্রামের উলিপুরে ৭ গ্রাম হেরোইনসহ সোহেল রানা (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৫ মার্চ) রাতে তাকে গ্রেপ্তার।
সোহেল রানা পৌরসভার জোনাইডাঙ্গা খাওনার দরগা গ্রামের মোজাম্মেল হক মোজার ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর পৌরসভার জোনাইডাঙ্গা খাওনার দরগা গ্রামে মাদক বিক্রির খবর পায় উলিপুর থানা পুলিশ। পরে অভিযান চালিয়ে মাদক কারবারি সোহেল রানাকে নিজ বসতবাড়ি থেকে ৭ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।
সোমবার (২৫ মার্চ) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ