ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬
শতভাগ টিকিট অনলাইনে

পূর্বাঞ্চলে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু 

প্রকাশনার সময়: ২৪ মার্চ ২০২৪, ২২:১৫

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে রেলওয়ে পূর্বাঞ্চল। রোববার (২৪ মার্চ) দুপুর ২টা থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। তবে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. মনিরুজ্জামান বলেন, সকাল ৮টায় ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের টিকিটগুলো ওপেন করা হয়েছে। দুপুর ২টায় পূর্বাঞ্চলের টিকিটগুলো বিক্রি শুরু হয়। আন্তঃনগর ট্রেনে আসন সংখ্যা ৭ হাজার ৭১৫টি।

জানা গেছে, আগামী ১১ এপ্রিল ঈদ ধরে টিকিট বিক্রি করা হচ্ছে। রোববার দেওয়া হয়েছে ৩ এপ্রিলের অগ্রিম টিকিট। টিকিট বিক্রি চলবে ৩০ মার্চ পর্যন্ত। ৪ এপ্রিল ভ্রমণের টিকিট পাওয়া যাবে সোমবার (২৫ মার্চ), ৫ এপ্রিল ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৬ মার্চ, ৬ এপ্রিল ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৭ মার্চ, ৭ এপ্রিল ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৮ মার্চ, ৮ এপ্রিল ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৯ মার্চ ও ৯ এপ্রিল ভ্রমণের টিকিট পাওয়া যাবে ৩০ মার্চ।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ