নরসিংদীর রায়পুরায় বাবার মৃত্যুর আঘাত সইতে না পেরে প্রতিবন্ধী ছেলেও মারা গেছেন। শনিবার (২৩ মার্চ) দিবাগত রাত ১টার দিকে উপজেলার নিলক্ষা ইউনিয়নের আমিরাবাদ গ্রামে মারা যান বাক, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী মারুফ হোসেন তৈয়ব (১৯)।
এর আগে শনিবার (২৩ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে তার বাবা নিলক্ষা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য তারু মিয়া (৮৫) বার্ধক্যজনিত কারণে মারা যান।
মরহুম তারু মিয়া মেম্বারের ৬ ছেলে ও ৪ মেয়ের মধ্যে মারুফ ছিল সবার ছোট। তিনি বাক, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ছিলেন।
মরহুম তারু মিয়া মেম্বারের জামাতা ঠিকাদার মো. জামাল উদ্দিন জানান, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে তার শশুর তারু মিয়া মেম্বার বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মারা যায়। তার এই মৃত্যুর সংবাদ শুনে প্রতিবন্ধী মারুফ ভেঙে পড়ে। তার বাবাই প্রতিবন্ধী ছেলের সকল সেবাশুশ্রূষা সহ দেখাশোনা করতে। রাত পৌনে একটার দিকে মারফকে ডাকতে গেলে মৃত অবস্থা দেখতে পায়। ঘুমন্ত অবস্থায় তিনি মারা যায়।
রোববার বেলা ১১টায় আমিরাবাদ গ্রামে নিজ বাড়ি প্রাঙ্গণে বাবা ও ছেলের জানাজা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, মরহুম তারু মিয়া মেম্বার ইয়ারটপ ওভারসীজ'র ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুনের পিতা। তিনি স্বাধীনতা পরবর্তী সময়ে নিরক্ষা ইউনিয়ন পরিষদের পর পর দুইবারের নির্বাচিত সদস্য ছিলেন।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ