ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬

সৈকতে ১২২টি কাছিমের বাচ্চা অবমুক্ত

প্রকাশনার সময়: ২৪ মার্চ ২০২৪, ২০:০৭

কক্সবাজারের টেকনাফ সমুদ্রসৈকতে ১২২টি কাছিমের বাচ্চা অবমুক্ত করা হয়েছে।

শনিবার (২৩ মার্চ) বিকেলে টেকনাফের শাহপরীর দ্বীপ সৈকতে এসব কাছিমের বাচ্চা নোনাজলে ছেড়ে দেয়া হয়।

ইউএসএইড’র অর্থায়নে, পরিবেশ অধিদপ্তর ও বন অধিদপ্তরের সহযোগিতায় নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট (নেকম) এর পরিচালনায় ইকো লাইফ প্রোগ্রামের আওতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন, শাহপরীর দ্বীপ বিটের বিট কর্মকর্তা মো. নুরুল ইসলাম, শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া ভিসিজির সভাপতি মো. সালামত উল্লাহ, ক্ষুরেরমুখ ভিসিজির সভাপতি সুলতান আহমেদ, হ্যাচারী গার্ড আলী জোহর, নেকম ইকো লাইফ প্রকল্পের মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন অফিসার মো. শরিফ।

নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট (নেকম) জানিয়েছে, চলতি বছর ১০৫টি সামুদ্রিক কাছিম হতে ১৫ হাজার ২০টি ডিম সংগ্রহ করে এক্স-সিট্যু প্রদ্ধতিতে ৫টি হ্যাচারিতে সংরক্ষণ করা হয়েছে। এছাড়া ৫টি কাছিমের ডিম ইন-সিট্যু পদ্ধতিতে সংরক্ষণ করা হয়েছে। কক্সবাজার বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের তত্ত্বাবধানে এবং ইউএসএআইডির সার্বিক সহযোগিতায় নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট (নেকম) কাছিম সংরক্ষণের কাজ প্রায় ২০ বছর যাবত করে আসছেন। সমুদ্রের ময়লা আবর্জনা পরিষ্কার, আগাছা পরিষ্কার এবং মাছের পোনা খাদক জেলিফিশ খেয়ে সমুদ্রের জীববৈচিত্র্যের ভারসাম্য বজায় রাখতে অনন্য ভূমিকা রাখে এই কাছিম। তাই পরিবেশ বন্ধু কাছিম সংরক্ষণে সকলকে এগিয়ে আসার আহ্বানও জানায় নেকমের কর্মকর্তারা।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ