পিরোজপুরের কাউখালীতে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। প্রথম অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা।
রোববার (২৪ মার্চ) সকালে সরকারি কাউখালী মহাবিদ্যালয়ের সভাকক্ষে এই প্রতিযোগিতার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান।
এসময় উপস্থিত ছিলেন, সরকারি কাউখালী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর সুকেশ রঞ্জন হালদার, বিচারক মণ্ডলীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উপজেলার বিভিন্ন কলেজ, স্কুল, মাদরাসা সহ ২২টি প্রতিষ্ঠানের ৫৫ জন ছাত্র-ছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ