পটুয়াখালীর কলাপাড়ায় মানুষের তাড়া খেয়ে গাছের ডালে উঠে বসে ছিল একটি মেছোবাঘ সাবক। তবে এক অজ্ঞাতনামা নারীর দেওয়া ট্রিপল নাইনে ফোন পেয়ে সেই বাঘ সাবকটি উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৪ মার্চ) সকালে উপজেলার বালীয়াতলী ইউনিয়ন থেকে বাঘ সাবকটি উদ্ধার করা হয়।
কলাপাড়া থানার তদন্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, সকালে ট্রিপল নাইনের মাধ্যমে এক নারীর কল আসে যে একটি বাঘ উত্তেজিত মানুষের তাড়া খেয়ে গাছের ডালে অবস্থান নিয়েছে। তাকে যে কোনো সময়ে মেরে ফেলতে পারেন তারা। পরে আমরা এএসআই রাসেলকে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পাঠাই এবং প্রাণী উদ্ধার করে বন বিভাগের মাধ্যমে একটি বনে অবমুক্ত করা হয়।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ