পটুয়াখালীর কলাপাড়ায় ডাল খেতে বিষ প্রয়োগের ফলে ৫০০ শতাধিক কবুতরসহ বন্যপাখির মৃত্যু হয়েছে। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ওই এলাকার একাধিক প্রান্তিক কবুতর খামারি।
রোববার (২৪ মার্চ) উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের পশ্চিম হাজিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বর্তমানে কবুতর প্রেমীরা শঙ্কিত হয়ে পড়েছেন। স্থানীয় কৃষক মেহেদী শেখ তার খেতে বিষ প্রয়োগের ফলে এসব পাখির মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ ক্ষতিগ্রস্তদের। গত বছরও ওই এলাকার কৃষি খেতে বিষ প্রয়োগের ফলে বেশ কিছু কবুতর মারা পড়েছে বলে জানান ভুক্তভোগীরা।
তবে এ ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছে অ্যানিমেল লাভার্স অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্য ও বন বিভাগের সদস্যরা।ভুক্তভোগী খামারি মেসকাত জানান, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজের শিক্ষার্থী। তিনি বেশ কিছু কবুতর পালন করেন। শনিবার সকালে প্রায় ৪২টি কবুতর তার খামার থেকে ছেড়ে দিয়েছেন। দুপুর ১২টার দিকে বাড়ি এসে দেখতে পান তার ২২টি কবুতরের মৃত্যু হয়েছে।
তিনি বলেন, ‘আমার বাড়ির পেছনে ডাল চাষ করেছেন মেহদী শেখ। তিনি খেতে ধানের সঙ্গে বিষ মিশিয়ে ছিটিয়ে দিয়েছেন। যাতে কোনো পাখি বা কবুতর খেতে না বসে। তার খেত থেকে কবুতর বাড়িতে আসার পরই মৃত্যু হয়। শুধু আমার কবুতরই নয় এই এলাকার অনেক কবুতরসহ বিভিন্ন প্রজাতির পাখির মৃত্যু হয়েছে।
একই এলাকার অপর কবুতর খামারি ইব্রাহিম জানান, গতকাল আমার খামারের ১০টি কবুতর মারা গেছে। মারা যাওয়া অনেক কবুতরের ছোট ছোট বাচ্চা রয়েছে। এখন এই বাচ্চা কবুতরের অবস্থাও করুণ। আমি অনেক লোকসানে পরে গেলাম। মেহেদীর খেতের ডাল খেয়েই এসব কবুতরের মৃত্যু হয়েছে। তবে খেতে বিষ দেওয়ার আগে আমাদের জানালে আমরা কবুতরগুলো আটকে রাখতাম। এছাড়া ঘুঘু ও শালিকসহ বিভিন্ন বন্য পাখিরও মৃত্যু হয়েছে। একই কথা জানিয়েছেন মনির, সবুজ ও ছালেকসহ অনেক কবুতর খামারি।
এবিষয়ে জানতে চাইলে মেহেদী শেখ তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করেন এবং তিনি নিজেও কবুতর পালন করেন বলে জানান।
অ্যানিমেল লাভার্স অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে বন্যপাখি ও কবুতর মৃত্যুর সত্যতা পেয়েছি। বন বিভাগকে খবর দিয়ে স্থানীয় কৃষকদের সচেতন করেছি। আশা করছি তারা খেতে বিষ প্রয়োগের ফলে সচেতন হবে।
কলাপাড়া বন বিভাগের সদস্য নীলগঞ্জ ইউনিয়নের দায়িত্বে থাকা কামরুল আলম জানান, আমরা এখানে এসে জানতে পেরেছি বেশ কয়েকজন খামারির কবুতর মারা গেছে। এছাড়া কিছু বন্য পাখিরও মৃত্যু হয়েছে। ডাল খেতে বিষ প্রয়োগের ফলে এসব পাখির মৃত্যু হয়েছে এবং একজন কৃষককে অভিযুক্ত করেছেন এই এলাকার খামারিরা। আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব।
নয়া শতাব্দী/এস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ