ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬

জুয়ার আসর থেকে ১০ জুয়াড়ি আটক 

প্রকাশনার সময়: ২৪ মার্চ ২০২৪, ১৮:৪৮

টাঙ্গাইলের কালিহাতীতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১০ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

রোববার (২৪ মার্চ) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার রাতে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কালিহাতী উপজেলার রামপুর গ্রামের মোহাম্মদ আলী (৪৮), বকুল মিয়া (৪৮), মিন্টু মিয়া (৪৭), মজিবর রহমান (৫২), ফজল হক (৪৮), আইয়ুব আলী (৫৫), জন্টু মিয়া (৪০), মোহাম্মদ আলী (৩৮), শফিকুল (৪২) ও ইয়াসিন আলী (৪৬)।

এলাকাবাসী জানায়, এরা প্রতিদিন ওই এলাকায় হাজার হাজার টাকার জুয়ার আসর বসায়। এলাকার কতিপয় অর্থলোভী প্রভাবশালী লোকদের ম্যানেজ করে সারা বছর লাখ লাখ টাকার জুয়া খেলে থাকে।

কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) মিন্টু চন্দ্র ঘোষ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যারা জুয়ার সঙ্গে জড়িত তাদের আটক করা হয়েছে। আটকদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ