পটুয়াখালীখালীর কলাপাড়ায় অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৪ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার ধুলাসার ইউপির চর-চাপলী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবক জাকির ফরাজি ওই ইউপির আইয়ুব ফরাজির সন্তান। তার তিনটি ছোট ছেলে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়িতে নিজের অটোরিকশার ব্যাটারিতে চার্জের তারে বিদ্যুৎ সংযোগ দিচ্ছিলেন জাকির। এসময় অসাবধানতায় এই যুবক বিদ্যুতায়িত হয়। এরপর সাথে সাথে প্রত্যক্ষদর্শীরা তাকে হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে চিকিৎসক জাকিরকে মৃত ঘোষণা করেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ বিষয়ে কোনো অভিযোগ নেই। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ