নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূ ফারজানা আক্তারকে (২৪) ছুরিকাঘাতে হত্যা করেছেন স্বামী তারিকুল ইসলাম। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত স্বামীকে আটক করেছে।
রোববার (২৪ মার্চ) দুপুরে উপজেলার মাঝিনা নদীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফারজানা আক্তার গাইবান্ধার সুন্দরগঞ্জ থানাধীন উত্তর শাহাবাজ এলাকার মোজাহারুল মান্নানের মেয়ে।
আটক তারিকুল ইসলাম গাইবান্ধার সুন্দরগঞ্জ এলাকার জাহেদুল ইসলামের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, গত ৩ মাস ধরে তারিকুল ইসলাম তার স্ত্রী ফারজানাকে নিয়ে রূপগঞ্জের মাঝিনা নদীর পাড় এলাকার মহিবুরের ৪ তলা বাড়ির একটি কক্ষে ভাড়ায় বসবাস করে আসছেন। তারিকুল স্থানীয় করিম রেডিমিক্স নামক একটি কোম্পানিতে কাজ করতেন। কয়েকদিন ধরে তার স্ত্রী ফারজানা মোবাইল ফোনে এক যুবকের সাথে কথা বলে আসছে। তারিকুল তা জানতে পারেন। এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। রোববার দুপুরে এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে তারিকুল ক্ষিপ্ত হয়ে ধারালো ছোরা দিয়ে ফারজানার বুকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকেই অভিযুক্ত স্বামী তারিকুল ইসলামকে আটক করে।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি আরও জানান।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ