শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

জমি নিয়ে বিরোধে গাছ ও বাড়ির রাস্তা কাটার অভিযোগ

প্রকাশনার সময়: ২৩ মার্চ ২০২৪, ২১:২১

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের খোদাবক্সকাঠি গ্রাম পূর্ব শত্রুতার জেরে প্রকাশ্যে বিভিন্ন প্রজাতির গাছ কাটা ও রাস্তা কেটে ইট উঠিয়ে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২৩ মার্চ) সকালে উপজেলার কবাই ইউপির খোদাবক্সকাঠি গ্রামের শাজাহান সরদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় খোদাবক্সকাঠি গ্রামের মৃত খোরশেদ সরদারের ছেলে শাজাহান সরদার ৪ জনের নাম উল্লেখ করে বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তরা হলেন, একই গ্রামের প্রতিবেশী মৃত কাঞ্চন সরদারের ছেলে সেলিম সরদার (৫০), জাহাঙ্গীর হোসেন মন্টু (৫৫), ইদ্রিস সরদারের ছেলে সোহেল সরদার (৪৫) ও রাসেদ (৪৫)।

অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে অভিযুক্তদের সাথে বিরোধ চলে আসছিল। অভিযুক্তরা হুমকি দিয়ে আসছিল। তারই ধারাবাহিকতায় (২৩ মার্চ ) শনিবার সকালে বাগানের ফলগাছসহ বিভিন্ন প্রজাতির বনজ‌ গাছ ও রাস্তার ইট উঠিয়ে রাস্তা কেটে ফেলে।

এ ব্যাপারে ১ নম্বর অভিযুক্ত সেলিম সরদার ৪ নম্বর অভিযুক্ত রাসেদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, আমাদের বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছেন শাজাহান সরদার সে বিষয়ে কোনো কিছু জানি না। তবে অভিযোগ করলেই তো হবে না। অভিযোগের বিষয়ে সঠিক প্রমাণ লাগবে।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ