ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

২৬২ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার ১

প্রকাশনার সময়: ২৩ মার্চ ২০২৪, ২০:২২

কুড়িগ্রামের রৌমারীতে ২৬২ বোতল ফেন্সিডিলসহ কুখ্যাত মাদক কারবারি শাহিন মিয়া (২০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৩ মার্চ) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ছদ্মবেশে দিনমজুর সেজে অভিযান পরিচালনা করে রৌমারী উপজেলা পরিষদের সামনে সিএনজি স্ট্যান্ড থেকে কিশোরগঞ্জ জেলার কাটিয়াদি থানার সুলতানপুর এলাকার কুখ্যাত মাদক কারবারি মো. শাহিন মিয়াকে ২৬২ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. রুহুল আমীন বলেন, গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ