রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ট্রাক টার্মিনালে ১১ হাজার ভোল্টেজের বিদ্যুতের লাইনের সংস্পর্শে বিআইডব্লিউটিএ-এর আবতাব মন্ডল (২৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ মার্চ) দুপুর আড়াইটার দিকে ট্রাক টার্মিনালে এ ঘটনা ঘটে।
আবতাব মন্ডল দৌলতদিয়া শাহাদত মেম্বার পাড়ার মৃত সিদ্দিক মন্ডলের ছেলে। তার স্ত্রী ও আব্দুল্লাহ নামের এক সন্তান রয়েছে।
স্থানীয়রা জানান, কিছু দিন আগে দোলতদিয়া টার্মিনালের অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়েছে। সেসব জায়গায় আবারও নতুন করে স্থাপনা তৈরি হচ্ছে। সেই স্থাপনার পাশ থেকে পরিত্যক্ত বিদ্যুতের খুঁটিটি তুলতে গিয়ে পাশে থাকা নতুন স্থাপনা তৈরি হওয়াতে অনেকটাই বেক পোহাতে হয়েছে তাকে। এক পর্যায়ে খুঁটিটির মাথা গিয়ে পাশে থাকা ১১ হাজার ভোল্টেজের লাইনে ধাক্কা লাগার সাথেই বিকট শব্দ হয়ে আফতাব মাটিতে লুটিয়ে পড়ে। তখন স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বিআইডব্লিউটিএ আরিচা বন্দর ও পরিবহন কর্মকর্তা এস এম সাজ্জাদুর রহমান বলেন, ট্রাক টার্মিনালে উচ্ছেদের জায়গাগুলোতে ঘর তোলার জন্য সবাই দরখাস্ত করেছে। এখনো তাদেরকে ঘর তোলার অনুমতি দেওয়া হয়নি। তারা জোর করেই ঘর তুলছে। এ বিষয়ে ব্যবস্থা অচিরেই ব্যবস্থা নেওয়া হবে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ