ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বৈদ্যুতিক তার চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার

প্রকাশনার সময়: ২৩ মার্চ ২০২৪, ১৫:৪৪

ময়মনসিংহের ভালুকায় ট্রান্সফরমার, বন্ধ ফ্যাক্টরির জেনারেটর ও বিদ্যুতের তার চুরির একাধিক ঘটনায় চোর চক্রের ২ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

শনিবার (২৩ মার্চ) সকালে সাংবাদিকদের এই তথ্য জানায় থানা পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার (২২ মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাঠালী এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলার লালচাঁন বাবু (২৬) ও ইব্রাহিম (২২) নামে দুই সদস্যকে আটক করে পুলিশ।

ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদের নেতৃত্বে এসআই নুর কাশেম, এসআই মঞ্জুরুল, এএসআই রিপন এই অভিযান পরিচালনা করেন। এ সময় বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার ও চুরির কাজে ব্যবহৃত যন্ত্রাংশ জব্দ করা হয়।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ কামাল আকন্দ জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরেই উপজেলায় বিদ্যুতের ট্রান্সফরমার, বন্ধ ফ্যাক্টরির জেনারেটর ও বিদ্যুতের তার চুরি করে আসছে। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে উল্লেখ করে আটকদের নিয়মিত মামলায় কোর্টে চালান দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ