ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬

রূপগঞ্জে মানববন্ধনে হামলা, সাংবাদিকসহ আহত ১২

প্রকাশনার সময়: ২৩ মার্চ ২০২৪, ১৫:৪২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ওয়েল কেয়ার নামক আবাসন একটি কোম্পানির বিরুদ্ধে জোরপূর্বক কৃষি জমি ভরাটের প্রতিবাদে মানববন্ধন করে এলাকাবাসী। এসময় হামলা চালায় ওই কোম্পানির সন্ত্রাসী বাহিনী। হামলাকারীরা সাংবাদিকসহ ১২ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে।

পুলিশ এ ঘটনায় জড়িত আবাসন কোম্পানির দুই কর্মকর্তাকে আটক করেছে। শুক্রবার (২২ মার্চ) দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালী এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, কিছুদিন ধরে ইছাখালী এলাকার ফসলি জমি ক্রয় না করেই জোর করে বালু ভরাট করছিল ওয়েল কেয়ার নামক একটি আবাসন কোম্পানি। এর প্রতিবাদে শুক্রবার দুপুরে ইছাখালী-পশ্চিমগাঁও সড়কের ইছাখালী এলাকায় মানববন্ধনের আয়োজন করে স্থানীয় কৃষকরা। এসময় ওই কোম্পানির নিয়োজিত সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।

হামলায় অনলাইন জাগো নারায়ণগঞ্জ২৪ডট কমের সাংবাদিক মো. লিটন হোসেন, আল আমিন, কৃষক মাহমুদ উল্লাহ বেপারী, মনির হোসেন, মোমেন সাঊদ, আমিন উদ্দিন, ফারুক হোসেন, সাইদুর, স্বপন মোল্লা, আব্দুস ছাত্তার, শাহিন মিয়া ও পত্রিকা বিক্রেতা মোহাম্মদ হোসেন আহত হন।

এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় সাংবাদিক লিটন ও আল আমিনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ওয়েল কেয়ার গ্রুপের ব্যবস্থাপক জায়েদ হোসেন ও সুপারভাইজার আলমগীর হোসেনকে আটক করে পুলিশ।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।

নয়াশতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ