ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬

মসজিদেই মুসল্লিকে ছুরিকাঘাত

প্রকাশনার সময়: ২৩ মার্চ ২০২৪, ১৩:০৮

সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ব বিরোধের জেরে মসজিদের ভেতরেই লিয়াকত আলী (৫৫) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে গুরুতর জখম করা হয়েছে।

শুক্রবার (২২ মার্চ) জুমার নামাজ শেষে উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাংঙ্গিয়ারগাঁও গ্রামের জামে মসজিদে এ ঘটনা ঘটে।

আহত লিয়াকত আলীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সাংঙ্গিয়ারগাঁও গ্রামের লিয়াকত আলীর সঙ্গে একই গ্রামের হেলাল মিয়ার পূর্ব বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার সাংঙ্গিয়ারগাঁও জামে মসজিদে জুমার নামাজ শেষে মসজিদের ভেতরেই তাকে ঘেরাও করে অভিযুক্ত হেলালসহ ২/৩ জন। এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে অভিযুক্তরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে জড়িতরা পলাতক। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

নয়াশতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ