গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভটভটির ধাক্কায় ইজিবাইকের চালকসহ চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে আজ (২২ মার্চ) চিকিৎসাধীন তিনজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে গাইবান্ধা-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের নাকাইহাট সড়কের বড়পুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের কুমারগাড়ী এলাকার মজিবর রহমানের ছেলে ইজিবাইক চালক আশরাফুল ইসলাম (৩৫), একই গ্রামর আব্দুস ছাত্তার মিয়ার ছেলে সবুজ মিয়া (৩৮), আজিজলের ছেলে মো. বেলাল (৫০) এবং পলাশবাড়ী উপজেলার হরিনাবাড়ী এলাকার মৃত ভোলা মিয়ার ছেলে মো. মোত্তালিব (৫২)। এ ঘটনায় আমরুল ইসলাম নামের আরও এক যাত্রী গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নাকাইহাট বাজার থেকে একটি ইজিবাইক চারজন যাত্রী নিয়ে হরিনাবাড়ী বাজারের দিকে যাচ্ছিল। পথে গাইবান্ধা-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের বড়পুল নামক স্থানে পৌঁছালে পিছন থেকে আসা মালবাহী একটি ভটভটি (শ্যালো ইঞ্জিন চালিত) ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের চালক আশরাফুল ইসলাম মারা যান।
এ ঘটনায় ইজিবাইকে থাকা চারযাত্রী গুরুতর আহত হয়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় সবুজ মিয়া, মো. বেলাল হোসেন, মো. মোত্তালিবকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার (২২ মার্চ) দুপুর সাড়ে ৩টার দিকে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ বলেন, গতকাল সন্ধ্যা সাতটার দিকে গাইবান্ধা-গোবিন্দগঞ্জ সড়কের নাকাইহাটে এ দুর্ঘটনা ঘটে। সেই সময়ে বৃষ্টি হচ্ছিল। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ইজিবাইকের চালক নিহত হয় এবং চারজন যাত্রী গুরুতর আহত হয়। আজ শুক্রবার (২২ মার্চ) দুপুরে আহতদের তিনজন মারা যায়।
নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ