ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

মায়ের প্রতি শ্রদ্ধায় চরণ পূজা

প্রকাশনার সময়: ২২ মার্চ ২০২৪, ২০:৫৯ | আপডেট: ২২ মার্চ ২০২৪, ২১:০৫
ছবি- নয়া শতাব্দী

বরিশালের বাকেরগঞ্জে মায়ের প্রতি সন্তানের শ্রদ্ধা, ভালোবাসা নিয়ে অনুষ্ঠিত হয়েছে মাতৃভক্তিমূলক অনুষ্ঠান মায়ের চরণ পূজা।

শুক্রবার (২২ মার্চ) উপজেলার অন্তর্গত কলসকাঠী ইউনিয়নের কাচারী বাড়ি মন্দির অঙ্গনে এই পূজা অনুষ্ঠিত হয়।

দুপুর থেকেই মায়েরা সন্তানদের নিয়ে মন্দির অঙ্গনে জড়ো হন, অনুষ্ঠান শুরুর আগেই মন্দির অঙ্গন মায়েদের পদচারণায় মুখরিত হয়ে উঠে। যেখানে সন্তানসহ ২০০ মা উপস্থিত হন।

বিকেল ৪টায় পুরোহিত শ্রী চৈতন্য চক্রবর্তী মায়ের প্রণাম মন্ত্র পাঠ করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। প্রথমে প্রত্যেক সন্তান তার মায়ের চরণ ধৌত করেন, তারপর নতুন লাল গামছা দিয়ে মায়ের পা মুছে ফুল দিয়ে প্রণাম করেন, কোলাকুলি করেন।

অনুষ্ঠানে সকল সন্তান তার অতিত, জ্ঞাত, অজ্ঞাত ভুলের জন্য মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং মায়ের কাছে আশীর্বাদ চান। এ সময় এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়, সকলের চোখে ছিল অশ্রুসিক্ত, কান্নার রোল পড়ে যায়।

অনুষ্ঠানে অংশ নেওয়া সকল মায়ের মন্তব্য, এধরনের অনুষ্ঠান আগে কখনো দেখিনি, এটা নিশ্চয়ই ভালো উদ্যোগ, মাতা-পিতার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা অটুট রাখতে এধরনের অনুষ্ঠানের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।

কাচারী বাড়ি মন্দির অঙ্গনের সভাপতি শ্রী সুজন মন্ডল জানান, মা-বাবার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্যবোধ জাগ্রত করার অভিপ্রায় এ অনুষ্ঠানের আয়োজন। আমরা চাই সকল সন্তান তার মা-বাবার প্রতি যত্নশীল হোক, বৃদ্ধ বয়সে আর কোনো মা বাবার যেন বৃদ্ধাশ্রমে যেতে না হয়।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ