চাপাইনবাবগঞ্জের রহনপুর আল মদিনা ক্লিনিকে এক প্রসূতির মৃত্যুর দুই দিন পর এবার জমজম নার্সিং হোমে আরেক প্রসূতির মৃত্যুর খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরের পর এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ সূত্রে জানা যায়, উপজেলার বাংগাবাড়ি ইউনিয়নের ইসলামপুর গ্রামের শরিফের স্ত্রী আশা (১৮) প্রসব বেদনা নিয়ে জমজম নার্সিং হোম ক্লিনিকে সকালে ভর্তি হন। বেলা ১টার দিকে নার্সিংহোমে কর্তব্যরত ডাক্তার আসাদুল্লাহ তার সিজার অপারেশন করেন এবং একটি ছেলে সন্তানের হয়। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ক্লিনিক কর্তৃপক্ষ ওইদিন বেলা ৩টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।
আশার বাবা আলমাস আলী নয়া শতাব্দীকে বলেন, সিজারের পর আমাদের চার ব্যাগ রক্ত দিতে হয়েছে। এরপর তারা বলে রোগীর অবস্থা খারাপ, এখনি রাজশাহী মেডিকেল কলেজে নিয়ে যেতে হবে। একেবারে জোরপূর্বক তাদের ক্লিনিক থেকে আমাদের তারা পাঠিয়ে দেয়। এরপর ক্লিনিকের ম্যানেজার লালসহ ডাক্তারের সঙ্গে অনেক কথা কাটাকাটি হয়। আমার মেয়ের অবস্থা আপনারা এরকম করলেন কেন? কিন্তু তারা কোনো কথা না শুনে লোকজন দিয়ে ধরাধরি করে জরুরিভাবে আমাদের জোর করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠিয়ে দেয়। রামেকের জরুরি বিভাগে আমার মেয়েকে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এরপর আমার মেয়েকে নিয়ে বাড়িতে ফিরে আসি।
এ বিষয়ে জমজম নার্সিংহোমের ম্যানেজার লাল বলেন, অতিরিক্ত খিচুনির কারণে প্রসূতির মৃত্যু হয়েছে। আমরা মেয়ের বাবাকে বলেছি, রোগীর অবস্থা ভালো না, এভাবে আমরা সিজার করতে পারবো না। কিন্তু তারা বাচ্চাটা বের করে দেন বলে আমাদের সিজার করতে বাধ্য করে।
তবে একথা অস্বীকার করেন মৃতের বাবা আলমাস আলী।
এদিকে, যে ডাক্তার অপারেশন করেন, ক্লিনিক ম্যানেজারের কাছে তার ফোন নম্বর চাইলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান এবং জানান যে, ডাক্তার ছুটিতে আছে।
ঘটনার বিষয়ে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ বলেন, ঘটনাটি আমি শুনেছি। মৃতের পরিবারের সঙ্গে কথা বলে কি করণীয় সেটা জানানো হবে। সেইসঙ্গে উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) বিস্তারিত অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।
এর আগে, মঙ্গলবার (১৯ মার্চ) বাংগাবাড়ি শিবরামপুর গ্রামের পরী খাতুন নামে এক প্রসূতি মায়ের সিজারিয়ান অপারেশন করতে গিয়ে, রহনপুর আল মদিনা ক্লিনিকে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
নয়াশতব্দী/এনএইচ/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ