ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬

নান্দাইলে এক কৃষকের ২ গরু চুরি

প্রকাশনার সময়: ২২ মার্চ ২০২৪, ১৬:৪০

ময়মনসিংহের নান্দাইলে হারুনুর রশিদ নামের এক কৃষকের গোয়ালঘর থেকে রাতে দুইটি গরু চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। এর মধ্যে একটি ষাড় ও একটি বকনা গাভী রয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরকামট খালী গ্রামের পল্লী চিকিৎসক গোলাম মোস্তফার বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী কৃষক হারুনুর রশিদের ছোট ভাই পল্লী চিকিৎসক গোলাম মোস্তফা বলেন, বৃহস্পতিবার রাতে আমার বড় ভাইয়ের দুটি গরু চোরে নিয়ে গেছে। যার আনুমানিক দাম প্রায় দুই লাখ টাকা।

ভুক্তভোগী কৃষক হারুনুর রশিদ জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে গরুগুলোকে খাবার দিয়ে শুয়ে পড়ি। রাত সাড়ে ৩ টার দিকে সেহরি খাওয়ার জন্য ঘুম থেকে উঠে তিনি গোয়ালঘরে গিয়ে দেখতে পান দরজা খোলা। ভিতরে গিয়ে দেখেন ২টি গরু নেই। বাছুরসহ গোয়ালঘরে ৬টি গরু ছিল।

স্থানীয় ৬ নং ইউপি সদস্য আজিজুল হক ভুট্রো জানান, এবিষয়টি সম্পর্কে তিনি অবগত নন।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন, এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাইনি। বিষয়টি খোঁজ নিয়ে দেখবো।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ