ঝিনাইদহের মহেশপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচা শাহ আলমের (৪৮) মৃত্যু হয়েছে। এ হত্যাকাণ্ডের অভিযোগে ভাতিজা রাজুকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২২ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ফতেপুর গ্রামে পারিবারিক কলহের জেরে এই ঘটনা।
নিহত শাহ আলম উপজেলার ফতেপুর গ্রামের আব্দুল রাকিবের ছেলে এবং ভাতিজা রাজু লালন মন্ডলের ছেলে।
এলাকাবাসী শহিদুল ইসলাম জানান, চাচা ভাতিজার সাথে পারিবারিক দ্বন্দ্ব ছিল। ওই দ্বন্দ্বের জেরে শুক্রবার সকালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে ভাতিজা রাজু চাচাকে বাড়ি থেকে বের হলে মারার হুমকি দেয়। এরপর ভাতিজা বাড়ি থেকে কিছু দূরে (বেড়ের মাঠে) চাচাকে মারার জন্য অপেক্ষা করে। এসময় চাচা ভ্যান নিয়ে মহেশপুরের দিকে যাচ্ছিলেন,পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে ভাতিজা রাজু লাঠি দিয়ে চাচার মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই চাচার মৃত্যু হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, সকালে উপজেলার ফতেপুর গ্রামে চাচা ভাতিজার পারিবারিক দ্বন্দ্বে ভাতিজা রাজু চাচার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। সেখান থেকে স্থানীয়রা চাচাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে চাচা শাহ আলমের মৃত্যু হয়। মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এই ঘটনায় ভাতিজা রাজুকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
নয়াশতাব্দী/এনএইচ/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ