ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬

স্বস্তি এসেছে সবজি বাজারে, খুশি ক্রেতারা

প্রকাশনার সময়: ২২ মার্চ ২০২৪, ১৪:০৫

রমজানের মাঝামাঝি সময়ে স্বস্তি ফিরে এসেছে সবজি বাজারে। প্রতি কেজি টমেটো ২০ টাকা, আলু ৩০ টাকা, মিষ্টি আলু ২৫ টাকা, লাউ বড় সাইজ ৩০ টাকা, লাল ডিম ৪০ টাকা হালি, হাঁসের ডিম ৫০ টাকা হালি, কাচা মঁরিচ ২০ টাকা কেজি, পেপে ৩০ টাকা, করলা ৪০ টাকা, মিষ্টি কুমড়া ২০ টাকা, সিম ৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

শুক্রবার (২২ মার্চ) কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলা সদরের বিভিন্ন কাঁচা বাজার ঘুরে এমনই চিত্র দেখা যায়।

বাজার ঘুরে সবজি ক্রেতা শাফায়েত হোসেনের সঙ্গে কথা হলে তিনি জানান, সবজি বাজারে ইতোমধ্যে স্বস্তি ফিরে এসেছে। এতে করে আমরা খুবই খুশি।

তিনি বলেন, মাঝখানে সবজি কেনা ছেড়ে দিয়েছিলাম। তবে এ দাম কতদিন স্থিতি থাকে, সে জন্য আমাদের অপেক্ষা করতে হবে।

আব্দুল আলী নামের আরেক ক্রেতা বলেন, সবজি বাজারে স্বস্তি ফিরে এসেছে, এতে খুব ভালো লাগছে।

সবজি ক্রেতা সুমন মিয়া বলেন, সবজি বাজারে ইতোমধ্যে স্বস্তি ফিরে এলেও আরও অপেক্ষা করতে হবে। এই অবস্থা কতদিন স্থায়ী হয়।

স্থানীয় কৃষকদের সবজি বাজারে আসায় কাঁচাবাজার স্থিতিশীল হয়েছে বলে মনে করছেন এলাকার সচেতন মহল।

নয়াশতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ