ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬

হত্যা মামলা তুলে নিতে বাদীকে উপর্যুপরি ‘হুমকি’

প্রকাশনার সময়: ২১ মার্চ ২০২৪, ২২:৪৮

কক্সবাজারের টেকনাফে সবজি বিক্রেতা মোক্তার আহমদকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতের বিচার চেয়ে তার দুই সন্তান সংবাদ সম্মেলন করেছেন।

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে কক্সবাজার প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন করেন নিহতের ছেলে মামলার বাদী নুরুল মোস্তফা ও মেয়ে রুমানা বেগম।

নিহত সবজি বিক্রেতা মোক্তার আহমদ টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকার বাসিন্দা।

নিহতের ছেলে নুরুল মোস্তফা বলেন, ‘আমার বাবা মোক্তার উনচিপ্রাং এলাকায় সবজি বিক্রি করে আসছিলেন দীর্ঘদিন ধরে। কিছু দিন আগে আজিজুর রহমান বাদশা আমার বাবার সবজির দোকান থেকে সবজি কিনে নিয়ে যান। সবজি বিক্রি বাবদ ১৫০ টাকা পেতেন। ১৬ মার্চ আবারও বাকিতে সবজি কিনতে আসেন বাদশা। এ সময় আগের টাকা চাওয়ায় আমার বাবাকে মারধর করেন তিনি। মারধরের একপর্যায়ে জ্ঞান হারান বাবা। স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পৌঁছে দেন। কিন্তু ১৭ মার্চ ভোরে তিনি রক্তবমিসহ গুরুতর অসুস্থবোধ করলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।’

পরে মরদেহ ময়নাতদন্ত না করতে এবং পুলিশকে না জানানোর জন্য নিহতের পরিবারকে চাপ প্রয়োগসহ বাদশা নানা প্রস্তাব দিতে শুরু করেন, অভিযোগ করে তিনি বলেন, ‘আমাদের ৭ লাখ টাকার বিনিময়ে দফায় দফায় চুপ রাখার চেষ্টা করেন বাদশা। বাবার হত্যাকারীর সঙ্গে আপস না করে পুলিশকে অবহিত করে আইনগত ব্যবস্থা নিয়েছি। ময়নাতদন্ত হয়েছে, মামলাও করেছি। এখন প্রতিদিন নানাভাবে হুমকি দেওয়ার পাশাপাশি আমার বাবা ও আমাদের নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।’

নিহতের মেয়ে রুমানা বলেন, ‘মামলায় একমাত্র আসামি হওয়ার পরও প্রকাশ্যে ঘুরছে বাদশা, পুলিশ তাকে গ্রেপ্তার করছে না। প্রকাশ্যে বলা হচ্ছে, টাকা দিয়ে ময়নাতদন্তের প্রতিবেদন তাদের পক্ষে নেবে। পুলিশকে টাকা দিয়ে চুপ রাখবে। আমাদের নানা মামলায় আসামি করে কারাগারে পাঠাবে। ফলে এলাকায় থাকাও সম্ভব হচ্ছে না। তাই বাধ্য হয়ে সাংবাদিকদের সহযোগিতার জন্য প্রেস ক্লাবে এসেছি।’

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি বলেন, ‘এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলা হিসেবে পুলিশ বিশেষ বিবেচনায় নিয়েছে। একজনকে আসামি করে এই হত্যা মামলাটি। আসামিকে গ্রেপ্তারে পুলিশ নানাভাবে তৎপরতা চালাচ্ছে। দ্রুতসময়ের মধ্যে আসামিকে গ্রেপ্তার করা হবে।’

আর কেউ হুমকি দিলে পুলিশকে অবহিত করার পরামর্শ দিয়ে ওসি বলেন, ‘যারাই হুমকি দেবেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

১৬ মার্চ বাকিতে সবজি না দেওয়ায় বিক্রেতা মোক্তার আহমদকে মারধরের অভিযোগ ওঠে স্থানীয় আজিজুর রহমান বাদশার বিরুদ্ধে। পরদিন ভোরে মারা যান মোক্তার আহমদ। এ ঘটনায় ছেলে নুরুল মোস্তফা বাদী হয়ে আজিজুর রহমান বাদশাকে একমাত্র আসামি করে টেকনাফ থানায় হত্যা মামলা করেন।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ