সাতক্ষীরার কলারোয়ায় আবারো ইট ভাঙা মেশিন উল্টে এক শ্রমিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুর সাড়ে ৩টার দিকে পৌরসভাধীন দক্ষিণ মুরারীকাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল হাসান (৩৫) সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের আখড়াখোলার মোচড়া গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে।
ইট ভাঙা মেশিনের চালক একই গ্রামের মনিরুদ্দীন সরদারের ছেলে ইসলাম জানান, নিহত আবুল হাসানসহ ৪ জন শ্রমিক ইট ভাঙা মেশিন নিয়ে কলারোয়ার মুরারিকাটি মসজিদের পাশে ইট ভাঙা জন্য যাচ্ছিলেন। পথিমধ্যে ইট ভাঙা মেশিনটি উল্টে গেলে তার নিচে চাপা পড়েন আবুল হাসান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে কলারোয়ায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, মাস তিনেক আগে কলারোয়া খাদ্য গোডাউন মোড়ে যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কে অনুরূপভাবে খোয়া ভাঙা মেশিন উল্টে গেলে নিচে চাপা পড়ে আরেক ব্যক্তির মৃত্যু হয়।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ