গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এ বন্দি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১ মার্চ) ওই কয়েদির মৃত্যু হয়। তার নাম- দলিল উদ্দিন শেখ (৬৫)। তিনি মানিকগঞ্জের বাসিন্দা সাইজ উদ্দিনের ছেলে।
কারাগারের সিনিয়র জেল সুপার আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জেল সুপার আমিরুল ইসলাম জানান, এ কারাগারে বন্দি ছিলেন দলিল উদ্দিন শেখ। তিনি দীর্ঘদিন যাবত কারাগার হাসপাতালে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার সকালে হঠাৎ বেশি অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে ডাকাতি মামলা ছিল। ওই মামলায় তিনি যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ