ফরিদপুরের ভাঙ্গায় এক রাতে শতাধিক কলা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার ঘারুয়া মক্রমপট্টি আঞ্চলিক সড়কের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ঘারুয়া মক্রমপট্টি আঞ্চলিক সড়কের খামিনারবাগ মৌজার মোর এলাকায় সড়কের পাশে খালি জমিতে শতাধিক কলাগাছ লাগান খামিনারবাগ এলাকার আমির হোসেন খলিফা ও আওয়াল খলিফা। পরবর্তীতে মঙ্গলবার দিবাগত রাতে দুর্বৃত্তরা প্রায় শতাধিক কলা গাছ কেটে ফেলে। ঘটনাটি জানাজানি হলে নিন্দার ঝড় উঠে।
এই বিষয়ে আমির হোসেন খলিফা বলেন, আমরা রাস্তার পাশে খালি জমিতে কলাগাছের বাগান করি। সবগুলো গাছ হৃষ্টপুষ্ট হয়। কিন্ত মঙ্গলবার দিবাগত রাতে কে বা কারা আমাদের শতাধিক গাছ কেটে ফেলে। আমরা এই বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।
আওয়াল খলিফা বলেন, প্রধানমন্ত্রী বলেছেন কোনো জমি যেন খালি না থাকে। তাই আমরা এখানে কলাগাছ লাগিয়েছি। কিন্তু কারা যেন রাতের আধারে কলা গাছগুলো কেটে ফেলে। আমরা এই ঘটনার বিচার চাই।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ