ঠাকুরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে রাজু ইসলাম (১২) ও কাওসার আলী (৮) নামে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গুন্জরগড় গ্রামে এ দূর্ঘটনা ঘটে৷
নিহত শিশুরা হলেন- গুন্জরগড় গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাজু ইসলাম ও ইদ্রিস আলীর ছেলে কাওসার আলী। তারা দুজন সম্পর্কে চাচাতো ভাই৷
দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সরোয়ার হোসাইন।
জানা যায়, পুকুরের পাশে বরই গাছে থেকে বরই পাড়ার সময় কাওসার পুকুরে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে রাজু সহ পানিতে ডুবে মারা যায় দুজনেই।
এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ঘটনা ঘটেছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ