ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬

ইমামদের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রকাশনার সময়: ২১ মার্চ ২০২৪, ১৮:০৮ | আপডেট: ২১ মার্চ ২০২৪, ১৮:২৬

ফরিদপুরের চরভদ্রাসনে হাজী আব্দুর রহীম কল্যাণ ট্রাষ্ট এর প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী মো. আলমগীর কবিরের ব্যক্তিগত তহবিল থেকে উপজেলার ২১৩ টি মসজিদের ইমামের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে গাজিরটেক ইউনিয়নে ব্যাপরী বাড়ির উঠানে মসজিদের ইমামদের হাতে এই উপহার সামগ্রী তুলে দেন আলমগীর কবিরের বাবা হাজী আব্দুর রহীম।

এসময় উপস্থিত ছিলেন ট্রাষ্ট এর পরিচালক মো. মোস্তফা কবির, সমাজ সেবক ফরিদ খান, ওফা মাতুব্বর সহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উপজেলার চারটি ইউনিয়নের মধ্যে চর ঝাউকান্দায় ৭ জন, গাজীরটেকে ৭৩ জন, চরভদ্রাসনে ৮০ জন ও চর হরিরামপুরের ৫৩ জন সহ মোট ২১৩ জন ইমাম এ উপহার পেয়েছেন। ইমামদের প্রত্যেককে পঁচিশ কেজির ১ বস্তা চাউল, তিন কেজি আলু, পেয়াজ, চিনি, ছোলা, লবন, সয়াবিন তেল ও নগদ দুই হাজার টাকা দেওয়া করা হয়েছে।

জানা যায়, ২০০৬ সালে আলমগীর কবিরের অর্থায়নে প্রতিষ্ঠিত হাজী আব্দুর রহীম কল্যাণ ট্রাষ্টটি দুর্যোগকালীন বিভিন্ন সময়ে উপজেলার অনেক অসহায়কে সহায়তা দেওয়ার পাশাপাশি দুস্থ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ