কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৯ কেজি গাঁজা ও ৪৮ বোতল ইস্কাফসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ মার্চ) ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কৃষ্ণানন্দ বক্সী গ্রামের মাদক কারবারি মো. আনোয়ার হোসেন (৫৩) এবং শিমুলবাড়ী ইউনিয়নের গজেরকুড়ি গ্রামের মাদক কারবারি মো. হাসানুর রহমান (২২)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার মাদক কারবারি মো. আনোয়ার হোসেনের বসতবাড়িতে মাটির নিচে বিশেষ কায়দায় লুকানো ৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং ৪৮ বোতল ইস্কাফসহ তাকে গ্রেপ্তার করা হয়। অপর এক অভিযানে শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী মৌজাস্থ ধরলা ব্রিজের পশ্চিম পাশ থেকে গজেরকুড়ি গ্রামের মাদক কারবারি মো. হাসানুর রহমানকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. রুহুল আমীন বলেন, গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ