ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬

ফাঁসিতে ঝুলে গৃহবধূর আত্মহত্যা

প্রকাশনার সময়: ২১ মার্চ ২০২৪, ১৭:০৫

ময়মনসিংহের নান্দাইলে ফাঁসিতে ঝুলে আলপিনা (২০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তার আত্মহত্যার কারণ জানা যায়নি।

বৃহস্পতিবার (২১ মার্চ) ভোর রাত ৪টার দিকে উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের চৈতনখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলপিনা ওই গ্রামের মাওলানা সোহরাব মিয়ার স্ত্রী।

আলপিনা ত্রিশাল উপজেলার কামারচর গ্রামের তাইজ উদ্দিনের মেয়ে। প্রায় দুই বছর আগে নান্দাইল উপজেলার চৈতনখালী গ্রামের জালাল উদ্দিনের ছেলে সোহরাব মিয়ার সাথে তার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদেন কোনো সন্তান নেই। সোহরাব মিয়া ঢাকায় একটি মসজিদে ইমামতি করেন।

স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নয়ন মিয়া জানান, নিহত আলপিনা নিজ ঘরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। তার আত্মহত্যার কারণ জানা যায়নি।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন আলপিনা সেহরির খাবার রান্না করে পরিবারের সবাইকে খাওয়ার জন্য ডাকেন। কিন্তু বুধবার দিন সেহরির সময় আলপিনার কোনো সাড়াশব্দ না পেয়ে তার শাশুড়ি আলপিনার ঘরের দরজা বন্ধ পান।

আলপিনার ভাসুর সোহেল বলেন, ‘এসময় আমার মা বসতঘরের ভিতরে গিয়ে দেখতে পান ঘরের ধর্নার (আড়ার) সাথে আলপিনা গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে পুলিশকে খবর দেই।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন, দুই পক্ষই তারা কোনো মামলা মোকদ্দমা করবেন না। বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি চেয়েছে। মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ