ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

শেখ হাসিনা গ্রামকে শহরে উন্নীত করেছে: ড. রাজ্জাক

প্রকাশনার সময়: ২০ মার্চ ২০২৪, ২৩:৫৪ | আপডেট: ২১ মার্চ ২০২৪, ০০:০৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামকে শহরে উন্নীত করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. মো. আব্দুর রাজ্জাক।

বুধবার (২০ মার্চ) বিকেলে টাঙ্গাইলের মধুপুরের অরণখোলার জলছত্র খেলার মাঠে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ও শোলাকুড়ী ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়াকুব আলীর নির্বাচনি মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন।

ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে তার যোগ্য কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস চেষ্টায় বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে তুলেছেন। দেশের প্রতিটি গ্রামে গ্রামে বিদুৎ, ইন্টারনেট, শিক্ষাপ্রতিষ্ঠান, পাঁকা রাস্তা, ব্রিজ-কালভার্টসহ সকল সুযোগ-সুবিধা করে দিয়েছে আওয়ামী লীগ সরকার।

দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে ঐক্যবন্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যাতে কোনো বিশৃঙ্খলাকারীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না করতে পারে।

সভায় আরও বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ও শোলাকুড়ী ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়াকুব আলী, মধুপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী মোতালেব হোসেন, আবু সাইদ তালুকদার দুলাল, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাদিকুল ইসলাম সাদিক, আউশনারা ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, বেরীবাইদ ইউনিয়ন আ’লীগের সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক আ. মান্নান, অরণখোলা ইউনিয়ন আ’লীগের সভাপতি হাসান ইমাম মিন্টু, সাধারণ সম্পাদক ও অরণখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ, শোলাকুড়ী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডেও আ’লীগ সাধারণ সম্পাদক আজাহার আলী প্রমূখ।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ